শুক্রবার, মে ১৬, ২০২৫

সরকারের পক্ষে সব দাবি এখনই মানা সম্ভব নয়, সময় দরকার: বিএনপি নেতা এ্যানি

spot_imgspot_img

অন্তর্বর্তী সরকার পক্ষে সব দাবি এখনই মানা সম্ভব নয় উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, অন্তর্বর্তী সরকার সব দাবি এখনই মানতে পারবে না। যেখানে ১৭ বছর লুটপাট হয়েছে, অনিয়ম-অত্যাচার হয়েছে, নির্বাচিত সরকার এসেও সব সমস্যার সমাধান করতে পারবে না। এখন অন্তর্বর্তী সরকার এ অল্প কয়দিনের মধ্যে সব দাবি মানতে পারবে না। অনেকেই দাবি তুলবে। আলোচনা করতে হবে, সমাধানেরও চেষ্টা বের করতে হবে।

তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে একটা মিছিল আসছে। অনেক মিছিলই ঢাকা শহরে হচ্ছে। এদের সঙ্গে বসতে হবে। এদের প্রতিনিধির সঙ্গে আলোচনা করতে হবে। আলোচনা করে বিদায় দিতে হবে।

শুক্রবার (১৬ মে) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলায় এক সমাবেশ তিনি এসব কথা বলেন।

ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডকে চক্রান্তের অংশ উল্লেখ করে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, এগুলো বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। কেউ কেউ এ পরিবেশটাকে ঘোলাটে করতে চায়।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img