বুধবার | ১৭ সেপ্টেম্বর | ২০২৫

তরুণ ওয়ায়েজ মাওলানা উবায়দুর রহমান হুজাইফির বাবা ইন্তেকাল করেছেন

দেশের জনপ্রিয় তরুণ ওয়ায়েজ, খতমে নবুুওয়াত সংরক্ষণ কমিটির সহ-প্রচার সম্পাদক ও বনানীর কড়াইল আদর্শ নগর কবরস্থান জামে মসজিদের খতিব মুফতী উবাইদুর রহমান হুযাইফীর বাবা মাওলানা মুফিজুল ইসলাম (৫৯) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গতকাল শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ইফতারের পূর্ব মুহুর্তে রাজধানী বেসরকারি হাসপাতাল শ্যামলী সিকেডিতে চিকিৎসাধীন অবস্থায় লাইফ সাপোর্টে মৃত্যুবরণ করেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মাওলানা উবায়দুর রহমান হুজাইফি।

তিনি বলেন, আমার বাবা শাইখুল হাদীস মাওলানা মুফিজুল ইসলাম (রহ.) দীর্ঘদিন ধরে কিডনিজনিত অসুস্থতায় ভুগেছেন। এ পর্যন্ত দেশ ও দেশের বাহিরে অনেক স্বনামধন্য হাসপাতালে বাবাকে নিয়ে দৌড়েছি। আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করেও আজ বাবা আল্লাহর জিম্মায়। আমার বাবা ঠিক সাহরির সময় এই দুনিয়ার সংক্ষিপ্ত সফর শেষ করেন।

এর আগে গত (১৪ মার্চ) মাওলানা হুজাইফি তার ভেরিফাইড ফেসবুক আইডিতে বাবার অসুস্থতার বিষয়ে লিখেন, আব্বুর অবস্থা অনেকে জানতে চাচ্ছেন: যেই কিডনি প্রতিস্থাপন সব মিলিয়ে প্রায় ৬০ লাখ খরচ করে লাগিয়ে এনেছিলাম সেই নতুন কিডনিটাও নষ্ট হয়ে গেছে। কিডনি প্রতিস্থাপনের পর পাওয়ারফুল ওষুধ দেওয়া হয়, যার ফলে লিভারও ৭০% নষ্ট হয়ে গেছে। মলত্যাগ প্রায় সপ্তাহখানেক ধরে বন্ধ। ৫ দিন ধরে বেহুশ। আপাতত আইসিউতে। প্রতিদিন ৫০ হাজারের কাছাকাছি খরচ যাচ্ছে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img