বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

জাতীয় হাফেজে কুরআন পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাহবুবুল মান্নান


জাতীয় হাফেজে কুরআন বাংলাদেশের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার ব্যবস্থাপনায় হাফেজে কুরআনদের সম্মানে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

শনিবার(১৫ এপ্রিল)চট্টগ্রাম লোহাগাড়ার পদুয়াতে এ আয়োজন সম্পন্ন হয়েছে।

পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ রিদওয়ানুল করিম এর সঞ্চালনায় ও সভাপতি হাফেজ মাওলানা এ বি এম শহীদুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আধুনগর ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু মূসা মুহাম্মদ খালেদ জমিল।

ইফতার মাহফিল উদ্ভোধন করেন পদুয়া আইনুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আ.ন.ম নোমান ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জি.ই.সি আবাসিক মসজিদের খতীব মাওলানা মুহাম্মদ ছলিমুল্লাহ হাবিবী।

উক্ত অনুষ্ঠানে গেষ্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আজিজুল হক।

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মিসবাহ উদ্দিন,কেন্দ্রীয় সহ সেক্রেটারী হাফেজ মাওলানা মুহাম্মদ মাহফুজুর রহমান মিনহাজ,কেন্দ্রীয় সহ সেক্রেটারী,চরম্বা দারুল আরকাম মাদরাসার সহ সুপার মাওলানা মুহাম্মদ আবদুল করিম, মাওলানা ছৈয়দ আহমদ,হাফেজ মাওলানা মুহাম্মদ মাহমুদুল হক,মাষ্টার মুহাম্মদ মনিরুল ইসলাম।

জেলা দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গনী,হাফেজ মাওলানা মুহাম্মদ মুসা তুরাইন, মাওলানা মুহাম্মদ নাজমুস সাকিব, হাফেজ মাওলানা আ.ক.ম জাহাঙ্গীর, হাফেজ মাওলানা নাজিম উদ্দীন, হাফেজ মাওলানা এরশাদ উল্লাহ আল বারী, হাফেজ মাওলানা মিজানুর রহমান,হাফেজ আবদু শাকুর,হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম সাহেব, হাফেজ মাওলানা মুহাম্মদ শিল্পী জাহাঙ্গীর আলম, হাফেজ মুহাম্মদ ইব্রাহিম, হাফেজ মাওলানা মোহাম্মদ মিনহাজ উদ্দীন,হাফেজ মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন নিজামী ও হাফেজ মাওলানা মুহাম্মদ মাহদী হাসানসহ শতাধিক হাফেজে কুরআন উপস্থিত ছিলেন।

পরে মাওলানা মুহাম্মদ ছলিমুল্লাহ হাবিবির দুআ ও মোনাজাতের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img