ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মাওলানা মুহাম্মাদ ইয়াকুব মুজাহিদ বলেছেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ও শাসনব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখা, এটি প্রত্যেক দায়িত্বশীল কর্মকর্তার শরয়ি ও জাতীয় কর্তব্য।”
তিনি আরও বলেন, “সব কর্মকর্তা যেন আন্তরিকতা ও কৌশলের সাথে তাদের দায়িত্ব পালন করেন, সেটিই সময়ের দাবি।”
নিরাপত্তা ও শুদ্ধি অভিযান সংক্রান্ত কেন্দ্রীয় কমিশনের নিয়মিত বৈঠকে মাওলানা ইয়াকুব মুজাহিদ এসব কথা বলেন। বৈঠকে কমিশনের অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন।
সভায় আফগানিস্তানের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, সাম্প্রতিক অগ্রগতি এবং বিভিন্ন প্রদেশ থেকে পাঠানো প্রস্তাব ও প্রতিবেদনের ওপর আলোচনা হয়। পাশাপাশি প্রশাসনিক কাঠামোর সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয় এবং সংশ্লিষ্ট দিকনির্দেশনাও প্রদান করা হয়।
সূত্র : আরটিএ