রবিবার | ২ নভেম্বর | ২০২৫

অন্তর শীতল হওয়া বৃষ্টিতে ভিজল রাজধানীর রাজপথ

ঢাকায় অবশেষে শুরু হয়েছে বহু প্রতিক্ষীত বৃষ্টিতে ভিজছে সড়ক, গাছপালা; ভবনের ছাদে-ছাদে আনন্দে ভিজছে মানুষও। অনেকে ভিজতে ভিজতেই পথ চলছেন। তারা বলছেন, মুষলধারের এই বৃষ্টি রাজধানীবাসির অন্তর শীতল করে দিয়েছে।

আজ শুক্রবার (১৬ জুন) সন্ধ্যা সাতটা ১০ মিনিটের দিকে শুরু হয়েছে বৃষ্টি। মেঘ ডাকছে, একইসঙ্গে আছে বাতাসের বেগ।

অন্যদিকে, ভারত ও পাকিস্তানে রয়েছে ঘূর্ণিঝড় বিপর্যয়ের রেশ। ওই দেশ দুটির আবহাওয়াবিদরা জানিয়েছিল, আশপাশের দেশে এর প্রভাব থাকবে। যদিও আজ বিকেল পর্যন্ত রাজধানীর আকাশ ছিল আংশিক মেঘাচ্ছন্ন। দিনটির তাপমাত্রাও ছিল বেশ।

যদিও আবহাওয়া অধিদপ্তর আজ সকাল ৯টায় জানিয়েছিল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ঢাকা ও বরিশাল বিভাগের অনেক জায়গায়; খুলনা ও রাজশাহীর দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রাজশাহী ও খুলনা বিভাগ ব্যতীত দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img