শুক্রবার | ২৩ জানুয়ারি | ২০২৬
spot_img

আরও দুই ইসরাইলি গোয়েন্দাকে গ্রেপ্তার করেছে ইরান

বিপুল পরিমাণ বিস্ফোরক ও ড্রোনসহ ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের গোয়েন্দ সংস্থা মোসাদের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ইরান।

রোববার (১৫ জুন) ইরানের পুলিশ কমান্ডের মুখপাত্র সাঈদ মন্তাজের আল-মাহদি এ তথ্য জানিয়েছেন।

সাঈদ মন্তাজের জানান, তেহরান প্রদেশের রে কাউন্টির ফাশাফুয়েহ জেলায় দুই সন্ত্রাসীকে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তার করা হয়েছে। দুজনের কাছ থেকে ২০০ কিলোগ্রামেরও বেশি বিস্ফোরক, ২৩টি ড্রোনের সরঞ্জাম, লঞ্চার এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। একটি নিসান পিকআপ ট্রাকও জব্দ করা হয়েছে।

ইরনা নিউজ এজেন্সি জানায়, ১৩ জুন বিনা উসকানিতে ইরানের ভূখণ্ডে হামলা চালায় ইসরাইল। তখন থেকেই ইসরাইলি গোয়েন্দারা ইরানের ভেতরে নাশকতার চেষ্টা করে আসছে। বিস্ফোরক বহনকারী ছোট ড্রোন ব্যবহার করে বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে।

এর আগে, একই দিন সকালে তেহরান সংলগ্ন আলবোর্জ প্রদেশের সাভোজবোলাঘ কাউন্টিতে আরও দুই মোসাদ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ