শনিবার | ১২ জুলাই | ২০২৫

কাবুল জয়ের পর আফগান জাতির উদ্দেশ্যে যা বললেন মোল্লা বেরাদার

spot_imgspot_img

দীর্ঘ ২০ বছরের যুদ্ধ শেষ কাবুল বিজয়ের মধ্য দিয়ে পুরো আফগানিস্তানের শাসন ক্ষমতা পুনরায় নিয়ন্ত্রণে নিচ্ছে তালেবান। রোববার (১৫ আগস্ট) মধ্যরাতে বিনা রক্তপাতে কাবুল জয়ের পর আফগান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তালেবানের রাজনৈতিক শাখার প্রধান মোল্লা আবদুল গনি বেরাদার।

তালেবানের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র ড. মুহাম্মাদ নাঈমের টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করা এক ভিডিও বার্তায় মোল্লা আবদুল গণি বেরাদার কাবুল বিজয়ে আফগান জনগণকে বিশেষ করে কাবুলের জনগণকে অভিনন্দন জানিয়ে বলেন, মহান আল্লাহ তায়ালার রহমতে এই বিজয় অর্জিত হয়েছে, পৃথিবীর ইতিহাসে এমনটি কখনো ঘটেনি।

তিনি বলেন, আফগানিস্তানের এই বিজয়ে আমি সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, অতঃপর আফগানিস্তানের মুসলমানগণ এবং যে সকল মুজাহিদীন জিহাদ করেছেন তারাসহ মিল্লাতে ইসলামিয়্যার সকল মুসলিমকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি৷ বিশেষ করে কাবুল অপারেশনে যে সকল মুজাহিদীন অংশগ্রহণ করেছেন, পরিশ্রম করেছেন, তাদেরকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি৷

তালেবানের এই শীর্ষ নেতা বলেন, এই বিজয় যেন আমাদের ভেতরে অহংকার, তাকাব্বুর, অহমিকা তৈরি করতে না পারে। এই বিজয় আমাদের কৃতিত্ব নয়, কেননা আমরা তো অনেক দূর্বল, আল্লাহ তাআলা অনেক শক্তিশালী ও সামর্থ্যবান তাই এই বিজয় একমাত্র আল্লাহ তাআলার দান। এজন্য আমাদেরকে একমাত্র আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা উচিত৷

মোল্লা আবদুল গনি বেরাদার বলেন, যেভাবে তালেবান সফল হয়েছে তা কল্পনাতীত। আসল পরীক্ষা এখন শুরু হয়েছে, আমরা আফগান জনগণের জীবনযাত্রার উন্নতির জন্য যথাসাধ্য চেষ্টা করব।

তিনি বলেন, তালেবানদের এখন আফগান জনগণের সেবা করতে হবে, নিরাপত্তা দিতে হবে এবং আফগানদের জীবন ও ভবিষ্যৎ উন্নত করতে হবে তা নিশ্চিত করতে হবে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img