বুধবার | ২৯ অক্টোবর | ২০২৫

গাজ্জায় গণহত্যার দায়ে ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি ইউরোপের ৪০ আইনপ্রণেতার

গাজ্জায় বর্বর গণহত্যা, মানবিক সংকট ও ধ্বংসযজ্ঞের দায়ে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের বিভিন্ন রাজনৈতিক দলের ৪০ আইনপ্রণেতা।

এক যৌথ বিবৃতিতে এমইপিদের জোট ইসরাইলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চলমান বাণিজ্য চুক্তি স্থগিতের দাবি জানিয়েছে। একইসঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারে থাকা ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করারও আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, “গণহত্যা সনদ এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন” করছে ইসরাইল, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমইপিরা হুঁশিয়ারি দিয়ে বলেন, বর্তমান নেতৃত্বের পদক্ষেপ ভবিষ্যৎ প্রজন্মের কাছে এক দিন দোষী সাবস্ত্য হবেন।

এছাড়াও, বিবৃতিতে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা ইসরাইলি বন্দিদের অবিলম্বে মুক্তি দেয়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “গাজ্জায় চলমান বর্বরতা ও ধ্বংসযজ্ঞের প্রেক্ষিতে এখনই সিদ্ধান্তমূলক পদক্ষেপ না নিলে, তা মানবতার ওপর এক চিরন্তন কলঙ্ক হিসেবে ইতিহাসে লেখা থাকবে। এখন নৈতিক ভীরুতার সময় নয়— পদক্ষেপ নিতে হবে দ্রুত।”

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img