তালেবানের কাবুল বিজয়ের পর মার্কিন মদদপুষ্ট আফগান সরকারের প্রেসিডেন্ট আশরাফ গনির দেশ থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় ক্ষুব্ধ তার সরকারের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী জেনারেল বিসমিল্লাহ খান মোহাম্মদীও আফগানিস্তান ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে।
গতকাল রোববার (১৫ আগস্ট) তালেবানরা কাবুলে প্রবেশের পর জেনারেল বিসমিল্লাহ খান মোহাম্মদী রাজধানী রক্ষার ঘোষণা দিয়েছিলেন, কিন্তু আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে গেলে তিনি ক্ষুব্ধ হন।
বিসমিল্লাহ খান মোহাম্মদী গতকাল এক টুইট বলেছিলেন, আশরাফ গনি আমাদের হাত আমাদের পিঠের পিছনে বেঁধে রেখে পালিয়ে গেলেন।
তবে আশরাফ গনির সমালোচনা করে এবার জেনারেল বিসমিল্লাহ খান নিজেও আফগানিস্তান থেকে পালিয়ে গেছেন বলে জানা যায়।
কাবুল বিমানবন্দর সূত্রে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, জেনারেল বিসমিল্লাহ খান তার ছেলেদের নিয়ে একটি সামরিক বিমানে সংযুক্ত আরব আমিরাতে পালিয়ে যান।