জাদুঘর থেকে একটি প্রাচীন ঘন্টা চুরির দায়ে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের একজন নাগরিককে গ্রেফতার করেছে তুরস্ক।
মঙ্গলবার (১৫ আগস্ট) তুরস্কের স্থানীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে এ বিষয়টি জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্ক থেকে ইসরাইলে ফেরার পথে বিমানবন্দরে তাকে আটক করা হয়। তবে ইসরাইলী নাগরিক এ বিষয়টি অস্বীকার করেছেন।
তার দাবি, এটি তিনি স্থানীয় একটি মার্কেট থেকে কিনেছেন। যার বিনিময়ে তাকে ১০০ ডলার মূল্য প্রদান করতে হয়েছে। এছাড়াও তিনি প্রমাণ হিসেবে একটি রশিদ উপস্থাপন করেছেন।
উল্লেখ্য; ২০২১ সালে ইস্তাম্বুলে প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের বাসভবনের ছবি তোলার জন্য গুপ্তচর সন্দেহে ইসরাইলি এক দম্পতিকে ১ সপ্তাহের জন্য আটক করে তুরস্ক। ব্যাপক কূটনৈতিক জটিলতার পর মুক্তি দেওয়া হয় এই দম্পতিকে।
সূত্র: মিডল ইস্ট মনিটর











