ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের আহ্বান জনিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
তিনি বলেন, “নিন্দা রকেট থামাবে না। বিবৃতিগুলো প্যালেস্টাইনকে মুক্তি দেবে না। শক্তিশালী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে। কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে, এবং বাণিজ্যিক সম্পর্কও।
দোহায় ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) ও আরব লীগের জরুরি যৌথ শীর্ষ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
কাতারে ইসরাইলি হামলাকে কড়াভাবে নিন্দা করে এটিকে “অবিবেচনাপূর্ণ উস্কানি” হিসেবে অভিহিত করেছেন আনোয়ার ইব্রাহিম।
তিনি গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জন্য সমর্থনের আহ্বান জানিয়ে বলেন, নৌবহরটি গাজ্জায় পৌঁছাতে সবরকম প্রচেষ্টা করা উচিত।
সূত্র: মিডল ইস্ট মনিটোর