বুধবার, মে ২১, ২০২৫

আর্মেনিয়া-আজারবাইজান বিরোধ স্থায়ীভাবে সমাধানের পক্ষে তুরস্ক: এরদোগান

spot_imgspot_img

ইনসাফ | সোহেল আহম্মেদ


তুরস্কের প্রেসিডেন্ট ও বিশ্বের অন্যতম প্রভাবশালী মুসলিম নেতা রজব তাইয়েব এরদোগান বলেছেন, দ্বিপক্ষীয় সম্পর্কের কাঠামোর মধ্যে আজারবাইজান-আর্মেনিয়া বিরোধের স্থায়ী সমাধানের পক্ষে তুরস্ক।

বুধবার (১৪ অক্টোবর) আর্মেনিয়া-আজারবাইজান বিরোধের ব্যাপারে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সাথে টেলিফোনে আলাপকালে এরদোগান এসব কথা বলেছেন বলে তুরস্কের যোগাযোগ অধিদপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এরদোগান আরো বলেন, আর্মেনিয়া আজারবাইজানীয় অঞ্চলগুলিতে আক্রমণ করে একটি নতুন সংকট তৈরি করে এর দখলকে ৩০ বছরের জন্য স্থায়ী করার চেষ্টা করছে।

সিরিয়ার সঙ্কটকের ব্যাপারে এরদোগান বলেন, এই সঙ্কট নিয়ে রাজনৈতিক সমাধানের প্রক্রিয়াটিতে যে গতি এসেছে তা বজায় রাখতে হবে।
এসময় লিবিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়েও আলোচনা করেন এ দুই নেতা।

সূত্র: ইয়েনি সাফাক

সর্বশেষ

spot_img
spot_img
spot_img