ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরাইল সিরিয়ার সাথে সংঘাতে জড়াতে আগ্রহী নয়।
রোববার (১৫ ডিসেম্বর) তিনি এ কথা বলেন।
নেতানিয়াহু একটি ভিডিও বিবৃতিতে বলেন, সিরিয়ার প্রতি ইসরাইলের নীতি নির্ধারণ করা হবে মাঠে উদ্ভূত বাস্তবতার দ্বারা। সিরিয়ার সাথে সংঘাতে জড়ানোর কোনো আগ্রহ ইসরাইলের নেই।
জেরুসালেমের বরাতে বার্তাসংস্থা এএফপি জানায়, গোলান মালভূমিতে দু’দেশের বাহিনীর মধ্যে জাতিসঙ্ঘের টহলযুক্ত বাফার জোনে সেনা প্রবেশের নির্দেশ দেয়ার কয়েক দিন পর নেতানিয়াহু এ কথা বললেন।
সুন্নি মুসলমান যোদ্ধাদের হাতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের এক সপ্তাহ পর তিনি এসব কথা বলেন।
সূত্র : বাসস










