মঙ্গলবার | ১৬ ডিসেম্বর | ২০২৫

হিন্দুস্তানের করদরাজ্য থেকে নতুন বাংলাদেশ গড়তে চাই: রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান বলেছেন, বাংলাদেশ ৭১ এ স্বাধীনতার পর থেকে যে স্বাধীনতা পেয়েছে, তা নামকাওয়াস্তে। আমাদের সার্বভৌমত্ব ছিল না। আমরা আগামীর বাংলাদেশে প্রকৃত স্বাধীনতা সার্বভৌমত্বের স্বাদ পেতে চাই, হিন্দুস্তানের করদরাজ্য থেকে নতুন বাংলাদেশ গড়তে চাই।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

রাশেদ প্রধান বলেন, ৭১ আমাদের সামনে স্পষ্ট, মুক্তিযুদ্ধ আমাদের সামনে স্পষ্ট, বুদ্ধিজীবী দিবস স্পষ্ট। আমাদের মানচিত্র, পতাকা স্পষ্ট। এ জায়গাগুলো নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করার সুযোগ আছে বলে আমি মনে করি না। ৭১ কে আমাদের ধারণ করতে হবে। একইভাবে আমরা যেমন ৯০ স্বৈরাচার পতন সেটাও ধারণ করতে হবে। চব্বিশের স্বৈরাচার পতন, সেটাও ধারণ করতে হবে। নতুন বাংলাদেশ গড়তে গেলে পুরানো ইতিহাসকে ত্যাগ করে নতুন বাংলাদেশ সম্ভব না। অতএব, বিতর্ক সৃষ্টি করার সুযোগ আছে বলে আমি মনে করি না।

তিনি বলেন, যারা বিতর্ক তৈরি করার সুযোগ সৃষ্টি করছে, তাদের শোধরাতে হবে। আজকের বিজয় দিবস অন্যরকম, মনে হচ্ছে বিজয় দিবস না, ভোটের রাজনীতি চলছে এখানে। বিতর্ক তৈরি করার উদ্দেশ্য ভোটের জন্য হতে পারে। তবে ভবিষ্যৎ বাংলাদেশে এ ধরনের বিতর্ক ধোপে টিকবে না।

spot_img
spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img