বুধবার | ১২ নভেম্বর | ২০২৫

একই পথে হাটছে বাইডেন: ২০০ মিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছেন মিসরকে

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে মানবিক সংকট বৃদ্ধির শংকায় অস্ত্র বিক্রি আপাতত স্থগিত করলেও মিসর ইস্যুতে অনেকটা ট্রাম্পের দেখানো পথেই হাটছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ‘মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ অংশীদার’ আখ্যা দিয়ে দেশটির কাছে প্রায় ২০০ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন।

মার্কিন পররাষ্ট্র বিভাগ এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র মিসরের কাছে ১৬৮টি মিসাইল বিক্রি করবে। রেথনের তৈরি রোলিং এয়ারফ্রেম মিসাইলগুলোর দাম পড়বে মোট ১৯৭ মিলিয়ন ডলার।

মার্কিন পররাষ্ট্র বিভাগ বলেছে, তারা মিসাইল বিক্রির এই প্রস্তাবে অনুমোদন দিয়েছে। বিষয়টি শিগগিরই কংগ্রেসে পর্যালোচনা করা হবে।

বিবৃতিতে মিসরকে ‘মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার’ হিসেবে যুক্তরাষ্ট্রকে উল্লেখ করেছে।

তবে ক্ষমতাগ্রহণের আগে থেকেই মানবাধিকার প্রশ্নে শক্ত ভূমিকা রাখার আশ্বাস দিয়েছেন জো বাইডেন। মনে করা হচ্ছে গুরুতর মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত মিসরীয় সরকারের হাতে অস্ত্র তুলে দেওয়ার সিদ্ধান্তে তার সেই অবস্থান প্রশ্নের মুখে পড়বে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img