বিশ্বে দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে ঢাকার নাম।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৩৬ মিনিটে বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ৩৩৫। এই মাত্রাকে ‘ঝুঁকিপূর্ণ’ বলা হয়।
এ ছাড়া তালিকায় ২৫৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের দিল্লি। স্কোর ২১৩ নিয়ে তৃতীয় পাকিস্তানের লাহর। স্কোর ১৮৮ নিয়ে চতুর্থ আফগানিস্তানের কাবুল এবং পঞ্চম স্থানে থাকা ভারতের আরেক শহর কলকাতার স্কোর ১৮৭।