আগামী ঈদুল ফিতরের পর শাহবাজ সকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
পিটিআইয়ের নেতা শওকত ইউসুফজা এই ঘোষনা দিয়েছেন।
ইউসুফজা বলেন, বর্তমান ক্ষমতাসীন জোট সরকারের দুই দল পিপিপি ও পিএমএল-এনের মধ্যে বেশ মতানৈক্য দেখা দিয়েছে। তারা ধারণা, এমন দ্বন্দ্ব চলতে থাকলে ঈদের আগেই শাহবাজ সরকারের পতন ঘটতে পারে।
তিনি বলেন, খারাপ শাসনের জন্য পিপিপি ও পিএমএল-এন একে অপরকে দোষারোপ করছে। পিপিপি বলছে পিএমএল-এনের সরকার পরিচালনা ভালো হচ্ছে না। অপরদিকে পিএমএল-এন দাবি করছে সিন্ধের প্রাদেশিক সরকারে পিপিপি ব্যর্থ হয়েছে। উভয়ই একে অপরের বিরুদ্ধে সত্য বলছে।
তিনি আরও বলেন, বিরোধী দলগুলো নিয়ে বৃহৎ একটি জোট হচ্ছে এবং তারা ঈদের পর সরকার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেবে।
সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন