শনিবার | ১৫ নভেম্বর | ২০২৫

তুরস্কের ‘গেম চেঞ্জার’ ড্রোন কিনতে চায় সৌদি আরব

‘গেম চেঞ্জার’ নামে পরিচিত তুর্কি সামরিক ড্রোনের সরবরাহ পেতে অনুরোধ করেছে সৌদি আরব।

মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়্যিব এরদোগান একথা জানিয়েছেন।

এরদোগান বলেন, গ্রিসের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিচ্ছে সৌদি আরব। একই সময় তারা আমাদের কাছ থেকে সশস্ত্র ড্রোন কিনতে চায়। আমার প্রত্যাশা— কোনো ধরনের উত্তাপ ছাড়াই শান্তভাবে এই ইস্যুর সমাধান হবে।

তুরস্কের ভেস্টেল কোম্পানির সঙ্গে ইতোমধ্যে প্রযুক্তি হস্তান্তরের চুক্তি হয়েছে রিয়াদের। এতে সৌদি আরব তাদের নিজেদের সামরিক ড্রোন তৈরি করতে পারবে।

কিন্তু তুরস্কের দীর্ঘদিনের বৈরী গ্রিসের সঙ্গে সৌদি আরবের বিমান মহড়ায় অংশ নেওয়ার সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে তাকে।

বিশ্বে সশস্ত্র ড্রোনের প্রথম দিকের নির্মাতাদের একটি হলো তুরস্ক। নাগরনো-কারাবাখ নিয়ে গত বছরে আর্মেনিয়ার সঙ্গে ছয় সপ্তাহের যুদ্ধে আজারবাইজানকে এগিয়ে রেখেছিল এই ড্রোন।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আঙ্কারার সঙ্গে সৌদির ড্রোন চুক্তি হবে কিনা—নির্ভর করছে রিয়াদের ভবিষ্যৎ আচরণের ওপর।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img