মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানের সংস্কার করতে হবে: ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, শুধু নির্বাচনের জন্য সংস্কার নয়; প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানের সংস্কার করতে হবে।

আজ সোমবার (১৭ মার্চ) বিকেলে রাজধানীর পল্লবীস্থ ৩ নং ওয়ার্ড পুরাতন স্বর্ণপট্রি লাইনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের পল্লবী থানা শাখার ৩ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত “বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সিয়ামের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিগত পতিত স্বৈরাচারী সরকার দেশের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে গেছে। দুর্নীতি ও লুটপাটের মহা আখড়ায় পরিণত করেছিল। এগুলোর আমূল সংস্কার না হলে নির্বাচন, সরকার গঠন, আইন ও বিচার, মৌলিক অধিকার প্রতিষ্ঠা, নাগরিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা কোনটাই সম্ভব না।

তিনি আরও বলেন, কেউ কেউ বলেন দ্রুত নির্বাচন দেওয়ার জন্য। আমরা বলতে চাই নির্বাচন দিলেই সব সমস্যার সমাধান হবে না। অতীতে আমরা বহুনির্বাচন দেখেছি। নির্বাচনের পরে জুলুম, নির্যাতন, দুর্নীতি-দুঃশাসন আরও বেড়ে যায়। এরকম নির্বাচন আমরা আর দেখতে চাই না।

এতে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, মুফতী মাছউদুর রহমান, ন্যাশনাল আওয়ামী পার্টির মহাসচিব নিয়াজ আহমাদ খান, পল্লবী থানা শাখার সভাপতি গোলাম মোস্তফা, মুফতী আব্দুল মান্নান আজিজ, ওমর ফারুক, আমীরুল হক, মুফতী রাশেদুল ইসলাম, আবু হানিফ, মুফতী নাছির মাহমুদ হুমায়ুন কবির প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img