মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

ইন্তেকাল করলেন মিশরের বিশিষ্ট মুহাদ্দিস শায়েখ আবু ইসহাক আল হুওয়াইনি

ইন্তেকাল করলেন মিশরের বিশিষ্ট মুহাদ্দিস শায়েখ আবু ইসহাক আল হুওয়াইনি (৬৯)। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (১৮ মার্চ) তার পুত্র হাইসাম আল হুওয়াইনি তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

কিছুক্ষণ পূর্বে এক ফেসবুক বার্তায় তিনি লিখেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বাবা ইন্তেকাল করেছেন।”

ইসলামী স্কলার ও বিশিষ্ট উকিল খালেদ মিশরী এর আগে দেশটির ইফতারের আগ মুহুর্তে এক ফেসবুক বার্তায় শায়েখ আবু ইসহাক আল হুওয়াইনিকে জরুরী ভিত্তিতে হাসপাতালে ভর্তির খবর উল্লেখ করে লিখেছিলেন, শায়েখ হুওয়াইনির অবস্থা বেশ গুরুতর। ইফতারের আগ মুহুর্তে এই পোস্ট দেওয়ার কারণ হলো, আপনারা যেনো এই বরকতময় বিশেষ মুহুর্তে আপনাদের নেক দোয়া থেকে আমাদেরকে, বিশেষত শায়েখকে বঞ্চিত না করেন। মহান আল্লাহর কাছে দোয়া করুন তিনি যেনো শায়েখকে শিফা ও আরোগ্য দিয়ে এহসান করেন।

পৃথিবীর অন্যতম প্রাচীন ও বিখ্যাত ইসলামী বিশ্ববিদ্যালয় জামেয়াতুল আজহারের পক্ষ থেকে এই বিশিষ্ট মুহাদ্দিসের ইন্তেকালে শোক প্রকাশ করা হয়েছে।

শায়েখ হুওয়াইনির প্রকৃত নাম হিজাজী মুহাম্মদ ইউসুফ শরীফ। তিনি মিশরের বিজ্ঞ মুহাদ্দিস ও শীর্ষ সালাফি দাঈদের অন্যতম ছিলেন। ১৯৫৬ সনে মিশরের কাফরুশ শায়েখ জেলার হুওয়াইন গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তিনি।

দ্বীনি জ্ঞানের পাশাপাশি আইনে শামস বিশ্ববিদ্যালয় থেকে স্প্যানিশ ভাষার উপর ডিগ্রী অর্জন করেছিলেন তিনি। স্প্যানিশ ভাষার উচ্চতর জ্ঞান অর্জনে তাকে স্পেনেও পাঠানো হয়েছিলো। কিন্তু তিনি তা সম্পন্ন না করে দেশে ফিরে আসেন। নিজেকে দ্বীনি কাজে নিয়োজিত করার সিদ্ধান্ত নেন।

মিশরের শীর্ষ সালাফি দাঈ বিবেচিত এই বিশিষ্ট মুহাদ্দিস হাদিসের কিতাবের উপর বিভিন্ন গবেষণাধর্মী বইও লিখেছেন। তাহকিকু সুনানি ইবনি মাজাহ, তাহকিকুল আরবাঈনাল কুবরা লিল বাইহাকী, গাউসুল মাকদুদ বি-তাখরিজী মুনতাকা ইবনিল জারুদ তন্মধ্যে অন্যতম।

তিনি মিশরের বিভিন্ন চ্যানেলে প্রচারিত অনুষ্ঠানের নিয়মিত মুখ ছিলেন। মসজিদ সমূহেও নিয়মিত হাদিসের দারস ও মুহাযারা পেশ করতেন।

সূত্র: আল জাজিরা, আরবি ২১

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img