শনিবার, মে ১৭, ২০২৫

গাজ্জা থেকে ১০ লাখ ফিলিস্তিনিকে লিবিয়ায় পাঠিয়ে দিতে চায় আমেরিকা

spot_imgspot_img

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকা থেকে ১০ লাখ ফিলিস্তিনিকে লিবিয়ায় স্থায়ীভাবে স্থানান্তরের পরিকল্পনা করছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে সর্বদা এ বিষয়ের হালনাগাদ তথ্য জানানো হচ্ছে বলে পরিকল্পনার সঙ্গে জড়িত বিভিন্ন সূত্র জানিয়েছে।

শনিবার (১৬ মে) আমেরিকা-ভিত্তিক সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এই পরিকল্পনার প্রেক্ষাপটে জানা যায়, এই প্রস্তাবে ফিলিস্তিনিদের রাজি করাতে আবাসন সহায়তা ও বিভিন্ন প্রণোদনা দেওয়া হবে এবং লিবিয়াকে রাজি করাতে এক দশকেরও বেশি সময় ধরে আটকে থাকা কোটি কোটি ডলারের তহবিল ছাড় দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর কিংবা জাতীয় নিরাপত্তা পরিষদ কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে এনবিসি।

এই প্রস্তাবের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে হামাসের জ্যেষ্ঠ নেতা বাসেম নাইম বলেন, “ফিলিস্তিনিরা তাদের মাতৃভূমির সঙ্গে দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ, তারা শেষ পর্যন্ত নিজেদের ভূমি, পরিবার ও ভবিষ্যৎ রক্ষায় লড়াই করতে প্রস্তুত।”

তিনি জোর দিয়ে বলেন, “এই সিদ্ধান্ত শুধুমাত্র ফিলিস্তিনিদের, বাইরের কেউ তা চাপিয়ে দিতে পারে না।”

সর্বশেষ

spot_img
spot_img
spot_img