শুক্রবার | ২৩ জানুয়ারি | ২০২৬
spot_img

খামেনির পরিণতি হবে সাদ্দামের মতো: ইসরাইল কাৎজ

ইরানের সর্বোচ্চা ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনির পরিণতি হবে সাদ্দামের মতো বলে দাবি ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইরাইল কাৎজ।

তিনি বলেন, আয়াতুল্লাহ আলী খামেনি যদি যুদ্ধাপরাধ চালিয়ে যান এবং ইসরাইলি বেসামরিক নাগরিকদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখেন, তবে তার পরিণতিও হতে পারে সাদ্দাম হোসেনের মতো।

স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।

কাৎজ বলেন, আমি ইরানের এই একনায়ক শাসককে সতর্ক করছি—ইসরাইলি নাগরিকদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ে এবং যুদ্ধাপরাধ চালিয়ে গেলে তার পরিণতি ভয়াবহ হবে।

তিনি বলেন, তিনি (খামেনি) ভালো করেই জানেন, তার দেশের পাশের একটি দেশের একনায়ক এই একই পথ বেছে নিয়েছিলেন এবং কী পরিণতি হয়েছিল তা ইতিহাসে লেখা রয়েছে।

তিনি আরও বলেন, আমরা আজও তেহরানে শাসকগোষ্ঠী ও সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাব।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ