শুক্রবার | ২৩ জানুয়ারি | ২০২৬
spot_img

৯ম চীন-দক্ষিণ এশিয়া ফোরামে যোগ দিতে চীন যাচ্ছে আফগান সরকারের প্রতিনিধি দল

৯ম চীন-দক্ষিণ এশিয়া এক্সপো ও ফোরামে যোগ দিতে চীন যাচ্ছে আফগানিস্তানের ইমারাতে ইসলামিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

মঙ্গলবার (১৭ জুন) বাখতার নিউজের খবরে একথা জানানো হয়।

খবরে বলা হয়, ৯ম চীন-দক্ষিণ এশিয়া এক্সপো ও ফোরামে যোগ দিতে উপ-প্রধানমন্ত্রী (প্রশাসন) মাওলানা আবদুল সালাম হানাফির নেতৃত্বে ইমারাতে ইসলামিয়া সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল আজ সকালে চীনের উদ্দেশ্যে দেশ ছেড়েছে।

মাওলানা আব্দুল সালাম হানাফি বলেন, এবারের চীন সফরের উদ্দেশ্য হলো ৯ম চীন-দক্ষিণ এশিয়া এক্সপো ও ফোরামের অনুষ্ঠানে অংশগ্রহণ করা। ফোরামে অংশগ্রহণ করা দেশগুলোর সাথে ইমারাত সরকারের সাফল্য ও অর্জন ভাগ করে নেওয়া।

অর্থনৈতিক বিশেষজ্ঞগণ ইমারাত সরকারের এই ধরণের ফোরামে অংশগ্রহণকে আফগানিস্তানে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির ও বিশ্ব সম্প্রদায়ের সাথে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের কার্যকর পদক্ষেপ হিসেবে দেখছেন।

অর্থনৈতিক বিশ্লেষক মোহাম্মদ করিম আজিমি বলেন, “আফগানিস্তান তার ভূ-রাজনৈতিক অবস্থান এবং আসন্ন অর্থনৈতিক সুযোগগুলোকে কাজে লাগিয়ে ব্যাপকভাবে উপকৃত হতে পারে। সম্প্রতি রাশিয়া, মধ্য এশিয়ার দেশ ও আরব আমিরাতের মতো সংযুক্ত দেশগুলোতে সরকারের সফর এবং দৃষ্টিভঙ্গি বিনিময় বৃদ্ধি পেয়েছে। যা আফগানিস্তানের জন্য খুবই ইতিবাচক ও আশাজাগানিয়া ব্যাপার।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ