গাজায় পবিত্র ঈদুল আজহার উৎসব উপলক্ষে কোরবানি জন্য ফিলিস্তিনিরা তাদের গরু, ভেড়া ও অন্যান্য পশু প্রস্তুত করছেন। এ উৎসব উপলক্ষে ৩৫ হাজার পশু বিক্রি হবে।
কৃষক আহমেদ আল-বাতিনি নামে গাজার এক পশু খামারের মালিক জানান, বিক্রি করার জন্য তার কাছে আর কোনো গরু নেই। কারণ অনেক আগেই সাধারণ মানুষ ও দাতব্য সংস্থাগুলো তার সব গরু কিনে নিয়েছে। এছাড়া দাতব্য সংস্থাগুলো ঈদুল আজহার জন্য আরো পশু আমদানি করবে বলে আশা করা হচ্ছে।
গাজায় বাস করা ফিলিস্তিনিরা কোরবানির পশু কেনার ক্ষেত্রে বিভিন্ন সমস্যায় ভুগছেন। কারণ গাজার ফিলিস্তিনিদের বাসস্থানগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে খাদ্য সংরক্ষণে তাদের ব্যাপক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।
সূত্র : মিডলইস্ট মনিটর