ভারতের এক সংবাদ সম্মেলনে গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ঘিরে সহিংসতার ঘটনা নিয়ে এক সাংবাদিক নয়াদিল্লির প্রতিক্রিয়া জানতে চাইলে দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘‘আমরা আমাদের অঞ্চলের সব ঘটনাপ্রবাহ ঘনিষ্ঠভাবে অনুসরণ করি এবং যা ঘটছে তা বিবেচনায় নিই। প্রয়োজনে আমাদের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নিই।’’
বৃহস্পতিবার (১৭ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে উঠেছে গোপালগঞ্জের এই ঘটনা। সেখানে সাংবাদিকরা এই বিষয়ে নয়াদিল্লির প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের বিষয়েও ভারতের প্রতিক্রিয়া জানতে চান এক সাংবাদিক। ওই সাংবাদিক বলেন, ‘‘বাংলাদেশে বিশ্বাসযোগ্য, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত বলে ভারত বারবার বলেছে। বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও একটি প্রধান রাজনৈতিক দল আগামী বছরের শুরু কিংবা ফেব্রুয়ারির শুরুতে নির্বাচন আয়োজনের বিষয়ে একমত হয়েছে। আপনি কী এটাকে বাংলাদেশের গণতন্ত্রের জন্য ইতিবাচক মনে করেন?’’
জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ‘‘বাংলাদেশের নির্বাচন নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার। আমরা বারবার বলেছি, একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা এমন নির্বাচনকে স্বাগত জানাই; যা গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং সকল পক্ষকে এতে অন্তর্ভুক্ত করে।’’
তিনি বলেন, আমরা উভয় দেশের নেতৃবৃন্দের মধ্যে বৈঠক করেছি। আমাদের পররাষ্ট্রসচিব বাংলাদেশ সফর করেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার মাঝে বৈঠকও হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে বেশ কিছু সহযোগিতার ক্ষেত্র রয়েছে, যার মধ্যে উন্নয়ন অংশীদারত্বও রয়েছে। এই প্রেক্ষাপটেই ভারত-বাংলাদেশ সম্পর্কের বিষয়টি দেখা উচিত।