বৃহস্পতিবার | ১১ ডিসেম্বর | ২০২৫

পাকিস্তানে বয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪৪; সহায়তার ঘোষণা ইরানের

পাকিস্তানে প্রবল বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৪ জনে। এর মধ্যে ৩২৮ জনের মৃত্যু হয়েছে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২০ জন।

শনিবার (১৬ আগস্ট) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

এ বন্যায় দুর্গতদের সহায়তা দিতে যাচ্ছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির (আইআরসিএস)। সংস্থাটির প্রধান পিরহোসেইন কুলিভান্ড জানান, পাকিস্তানে চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে তারা জরুরি চিকিৎসা ও ত্রাণ দল পাঠানোর জন্য প্রস্তুত।

শনিবার দেওয়া এক বার্তায় আইআরসিএস প্রধান পাকিস্তানি রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) এবং মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন।

তিনি আরও বলেন, এই কঠিন সময়ে আমরা আপনার সঙ্গে আছি। মানবিক সহায়তার জন্য আমরা চিকিৎসা ও ত্রাণ টিম পাঠাতে প্রস্তুত।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img