ভারতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ না করায় দখলকৃত জম্মু-কাশ্মীরের সরকারি মেডিকেল অফিসার কাশ্মীরী ডাক্তার সাবিহা সালামকে বরখাস্ত করেছে মোদি সরকারের নেতৃত্বাধীন প্রশাসন।
শনিবার (১৬ আগস্ট) মুসলিম মিররের এক প্রতিবেদনে একথা জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ না করায় দখলকৃত জম্মু-কাশ্মীরের বান্দিপুরা জেলার সরকারি মেডিকেল অফিসার ডাক্তার সাবিহা সালামকে বরখাস্ত করেছে মোদি সরকারের নেতৃত্বাধীন প্রশাসন।
মোদি সরকারের প্রধান চিকিৎসা অফিস (সিএমও) এবিষয়ে একটি আদেশ জারি করে। যেখানে বলা হয়, জেলা হাসপাতাল বান্দিপুরার মেডিকেল অফিসার সাবিহা সালাম ১৪ আগস্ট তার নির্ধারিত দায়িত্বে যোগদানে ব্যর্থ হন, যা রোগীদের উপর বিরূপ প্রভাব ফেলে। তিনি ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উদযাপনেও অংশগ্রহণ করেননি এবং পূর্ব অবগতি দেননি। যা জাতীয় অনুষ্ঠানের প্রতি সুস্পষ্ট অসম্মান এবং অবজ্ঞা।
তাই জম্মু-কাশ্মীর সিভিল সার্ভিসেস (শ্রেণীবিভাগ, নিয়ন্ত্রণ এবং আপিল) বিধি, ১৯৫৬ এর ৩১ নং নিয়ম ও জম্মু-কাশ্মীর সিভিল সার্ভিস রেগুলেশনের ১২৮ নম্বর ধারা সাপেক্ষে সিএমও ডাক্তার সালামকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে বরখাস্ত করছে এবং শীঘ্রই তদন্ত শুরু করবে।
এতে আরো জানানো হয়, বরখাস্ত থাকাকালীন ডাক্তার সাবিহা সালাম বান্দিপুরা জেলা হাসপাতালের চক্ষুবিদ্যা বিভাগের প্রধানের অধীনে থাকবেন এবং নিয়ম অনুসারে বেতন চলমান থাকবে।









