শুক্রবার | ১৭ অক্টোবর | ২০২৫

এবার ভারতের তেল শোধনাগারের ওপর ব্রিটেনের নিষেধাজ্ঞা

ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার তেল বিক্রির ওপর পশ্চিমা বিশ্বের চাপ আরও কঠোর হয়েছে। নিদর্শন স্বরূপ রাশিয়ার শীর্ষ দুই তেল কোম্পানি লুকওয়েল ও রসনেফটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটেন।

পাশাপাশি, নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সাতটি এলএনজি ট্যাংকার ৫১টি জাহাজের ওপর। ব্রিটেনের নতুন এই নিষেধাজ্ঞা প্যাকেজের আওতায় পড়েছে ভারতের নায়ারা তেল শোধনাগার ও চীনের তেল পরিবহনে ব্যবহৃত চারটি টার্মিনাল। খবর বিবিসির।

লন্ডনের অভিযোগ, নায়ারা শোধনাগার গত বছর রাশিয়া থেকে ১০০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছে। নায়ারাতে রাশিয়ার রসনেফটের শেয়ার মালিকানা রয়েছে।

এদিকে, ব্রিটেনের এই পদক্ষপের জবাবে একতরফা কোনো নিষেধাজ্ঞা মানবে না বলে জানিয়েছে ভারত।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img