শনিবার | ২২ নভেম্বর | ২০২৫

হাসিনার রায় ঘিরে নৃশংস তাণ্ডব; ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে এক রাতেই তিন স্থানে আগুন

কিশোরগঞ্জে এক রাতে পৃথক তিনটি স্থানে অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) গভীর রাত থেকে ভোর পর্যন্ত পাকুন্দিয়া, স্টেশন রোড ও গাইটাল এলাকায় এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে পাকুন্দিয়ার শ্রীরামদী এলাকায় মোটরসাইকেলে আসা কয়েকজন যুবক জয়বাংলা স্লোগান দিতে দিতে সড়কের পাশের একটি বড় লিচু গাছ কেটে ফেলে রাস্তায় ফেলে রাখে। এতে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে গাছ অপসারণের কাজ শুরু করে।

অপরদিকে একই রাতে শহরের স্টেশন রোডে গ্রামীণ ব্যাংকের যশোদল শাখায় অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, মুখোশধারী এক ব্যক্তি জয়বাংলা স্লোগান দিতে দিতে ভবনের নিচতলায় আগুন ধরিয়ে দেন। তবে আশপাশের লোকজন দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এছাড়াও রাত সাড়ে ৪টার দিকে গাইটাল এলাকায় সিভিল সার্জন কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ করা হয়। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ বলছে, তিনটি ঘটনার পেছনে কারা জড়িত তা নিশ্চিত হতে তদন্ত চলছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img