দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে ৯.৩ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার (১৭ ডিসেম্বর) সকালে এ তাপমাত্রা রেকর্ড করা হয় বলে জানান আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম।
শাহীনুল ইসলাম জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আজ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া শেষ রাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।









