শনিবার | ৩১ জানুয়ারি | ২০২৬
spot_img

মোদী যেখানেই যান, ধর্মে-ধর্মে লড়াই লাগিয়ে দেন : রাহুল গান্ধী

কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভারতের প্রধানমন্ত্রী নেরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বলেন, আপনে যেখানেই যান, ধর্মে-ধর্মে লড়াই লাগিয়ে দেন। আপনি দেশের তরুণদের বঞ্চিত করছেন এবং আদানি গোষ্ঠীকে দেশের সমস্ত সুবিধা পাইয়ে দিচ্ছেন।

রোববার (১৫ ডিসেম্বর) লোকসভায় সংবিধানের পঁচাত্তর বছরের যাত্রা নিয়ে আলোচনায় তিনি এসব কথা বলেন।

রাহুল গন্ধী বলেন, একলব্যের আঙুল কেটে নেওয়ার মতোই মোদী সরকার দেশের যুবকদের অধিকার হরণ করছে। আদানির হাতে সম্পদ তুলে দিয়ে দেশবাসীকে ক্ষতিগ্রস্ত করেছে। বেসরকারিকরণ এবং সরাসরি নিয়োগের ফলে দেশের দলিত, ওবিসি এবং আদিবাসীরা সংরক্ষণের সুযোগ পাচ্ছে না। তাঁদের অবহেলা করা হচ্ছে। চাকরির জন্য প্রস্তুতি নেওয়া তরুণদের সমস্যা তুলে ধরেও তিনি মোদী সরকারের সমালোচনা করেন।

হাথরসের দলিত তরুণীর ধর্ষণ, মন্দির-মসজিদ বিতর্কের উদাহরণ দিয়ে তিনি বলেন, সংবিধান ধর্ম, জাতি, লিঙ্গ, জন্মস্থানের ভিত্তিতে বৈষম্যে বাধা দেয়। আপনারা বিদ্বেষ ছড়ান। সাম্প্রদায়িক উস্কানি দেন। সংবিধানে এ সব কোথায় লেখা আছে?

বিনায়ক দামোদর সাভারকরের নাম উল্লেখ করে তিনি আরও বলেন, আপনারা যদি সংবিধানকে সম্মান করেন, তবে সাভারকরের অপমান করছেন কেন?

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ