বুধবার | ১৭ ডিসেম্বর | ২০২৫

কাশ্মীর কখনো ভারতের অংশ ছিল না, ভবিষ্যতেও হবেও না: পাকিস্তান

জাতিসংঘে পাকিস্তান মিশনের কাউন্সিলর ও রাজনৈতিক সমন্বয়কারী গুল কায়সার সারওয়ানি বলেছেন, জম্মু ও কাশ্মীর আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি বিতর্কিত অঞ্চল, এবং এটি কেবল পাকিস্তানের অবস্থান নয়; এটি জাতিসংঘেরও অবস্থান। কাশ্মীর কখনোই ভারতের অংশ ছিল না এবং ভবিষ্যতেও হবেও না

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নিরাপত্তা পরিষদে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারওয়ানি বলেন, ‘ভারত নিজেই বিষয়টি নিরাপত্তা পরিষদে নিয়ে গিয়েছিল। জাতিসংঘের তত্ত্বাবধানে গণভোটের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের জনগণকে তাদের ভবিষ্যত নির্ধারণের অনুমতি দেয়ার বাধ্যবাধকতাও মেনে নিয়েছে।’

তিনি বলেন, প্রায় আট দশক পরেও, সেই প্রতিশ্রুতি পুরণ করেনি ভারত। সারওয়ানি আরো বলেন, ‘পরিবর্তে, ভারত কাশ্মীরে বিপুল সংখ্যক সামরিক উপস্থিতি বজায় রেখে, মৌলিক স্বাধীনতা দমন করে, বাক স্বাধীনতা হরণ করে; যা আন্তর্জাতিক আইন এবং দখলদার শক্তি হিসেবে তার আইনি বাধ্যবাধকতার চরম লঙ্ঘন।’

সন্ত্রাসবাদের অভিযোগের বিষয়ে তিনি বলেন, সন্ত্রাসবাদের ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে সবার মনোযোগ অন্যদিকে সরানোর চেষ্টা করছে ভারত। তবে সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা, অধিকৃত জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ, উত্তর আমেরিকাসহ বিশ্বব্যাপী রাষ্ট্র-সমর্থিত হত্যা অভিযান এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সহিংসতার রেকর্ডকে ভারত গোপন করতে পারবে না।

তিনি আরো বলেন, পাকিস্তান সব সময় দায়িত্বশীলতা এবং সংযম প্রদর্শন করে আসছে।

সূত্র: জিও নিউজ

spot_img
spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img