শনিবার | ২০ ডিসেম্বর | ২০২৫
spot_img

গাজ্জায় ইসরাইলি সাফল্যের কোন লক্ষণ দেখা যাচ্ছে না: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের কাঙ্খিত লক্ষ্য অর্জনের ক্ষেত্রে কোন অগ্রগতি দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সুইজারল্যান্ডের ডেভাস শহরে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেওয়া এক বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “আমাদের উদ্দেশ্য হল বাস্তবসম্মত পদক্ষেপের মাধ্যমে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার উপায় খুঁজে বের করা। এই উত্তেজনা কমাতে একটি যুদ্ধ বিরতিতে পৌঁছানোর উপর আমাদের মনোযোগ দেওয়া উচিত।”

বৈঠকে, লোহিত সাগরে ক্রমবর্ধমান উত্তেজনা ও স্বাধীন নৌযাত্রার ক্ষেত্রে তাদের (হুথি) প্রভাবের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এই শীর্ষ সৌদি কূটনীতিক।

তিনি আরো বলেন, “আমাদের অবশ্যই গাজ্জার বর্তমান পরিস্থিতির দিকে দৃষ্টি নিবদ্ধ করতে হবে, কারণ এই বিষয়টিই লোহিত সাগরে উত্তেজনা বৃদ্ধি করছে ও এই অঞ্চলকে আক্রান্ত করছে।”

এছাড়াও তিনি বিশ্ববাসীকে সতর্ক করে দিয়ে বলেন, “গাজ্জায় চলমান দুর্ভোগ সম্ভবত সহিংসতার অন্তহীন চক্র তৈরি করবে”

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img