ভারতের কর্ণাটকে একটি কলেজের ইংরেজি বিভাগের একজন নারী শিক্ষককে কলেজে প্রবেশ সময় ধর্মীয় অধিকারে আঘাত দিয়ে হিজাব খুলতে বলায় তিনি এর প্রতিবাদ জানিয়ে পদত্যাগ পত্র করেছেন।
পদত্যাগ করা ওই নারী শিক্ষকের নাম চাঁদিনী। তিনি তামাকুরুতে অবস্থিত জয়পুর কলেজে তিন বছর ধরে শিক্ষকতা করছেন। কিন্তু এই তিন বছরে কখনও তাকে হিজাব খুলতে বলা হয়নি। হিজাব খুলতে বলার ঘটনা এই প্রথম।
তিনি বলেন, জয়পুর কলেজে আমি তিন বছর ধরে কাজ করছি। এই তিন বছরে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়নি। কিন্তু গতকাল কলেজে প্রিন্সিপাল আমাকে হিজাব পড়ে কলেজে ঢুকতে বাঁধা দেন। প্রিন্সিপাল বলেন, ধর্মীয় কোনো প্রতীক থাকতে পারবে না। কিন্তু আমি তিন বছর ধরেই হিজাব পড়ে আসছি। এখন আমাকে হিজাব খুলতে বলায় আমার আত্মসম্মানে লেগেছে। এজন্যই আমি পদত্যাগ করেছি।
তবে হিজাব খুলতে বলার কথা অস্বীকার করছেন হিন্দুত্ববাদের সহায়ক কলেজের অধ্যক্ষ। অধ্যক্ষ কেটি মঞ্জুনাথ দাবি করেন, তিনি বা ম্যানেজমেন্টের কেউই তাকে হিজাব খুলতে বলেননি।






