ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলায় ফিলিস্তিন স্বাধীনতাকামী কুদস বিগ্রেডের মুখপাত্র কমান্ডার আবু হামজা শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (১৮ মার্চ) ফিলিস্তিন স্বাধীনতাকামী ইসলামী জিহাদ আন্দোলন তার শাহাদাতের বিষয়টি নিশ্চিত করে।
ফিলিস্তিন ইসলামী জিহাদ নামে পরিচিত সংগঠনটি জানায়, তাদের সামরিক শাখা কুদস বিগ্রেডের মুখপাত্র কমান্ডার নাজি আবু সাঈফ যার সামরিক উপনাম আবু হামজা, ইসরাইলের বিমান হামলায় পরিবার সহ শহীদ হয়েছেন।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, আবু হামজার শাহাদাত ফিলিস্তিন ও এর জনগণের অধিকার রক্ষার আন্দোলনে তাদের দমাবে না বরং জায়োনিস্ট ইসরাইলের বিরুদ্ধে তাদের আরো শক্তিশালী করে তুলবে। ফিলিস্তিন স্বাধীনতাকামীরা আরো দৃঢ়তার সাথে তাদের সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাবে।
সংবাদমাধ্যমের তথ্য অনুসারে, গাজ্জার মধ্যাঞ্চলে ছিলো কমান্ডার আবু হামজার বসবাস। যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরাইল সাহরির সময় গাজ্জায় পুনরায় গণহত্যা শুরু করলে ভয়াবহ বিমান হামলায় ২ সন্তান, স্ত্রী পরিবারের বেশ কয়েকজন সদস্য সহ নিহত হোন তিনি।
সূত্র: আল জাজিরা