বুধবার | ৩ ডিসেম্বর | ২০২৫

হিটলারকে ছাড়িয়ে গেছেন নেতানিয়াহু : এরদোগান

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী হিটলারকে ছাড়িয়ে গেছেন বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

তিনি বলেন, নেতানিয়াহু ইতোমধ্যে গণহত্যার অপরাধে নিষ্ঠুর হিটলারকেও পেছনে ফেলেছেন। আমরা আশা করি, তাদের ভাগ্য একই হবে না।

বুধবার (১৮ জুন) তুরস্কের পার্লামেন্টে ক্ষমতাসীন একে পার্টির সংসদীয় দলের সভায় প্রেসিডেন্ট এরদোগান এসব কথা বলেন।

এরদোগান বলেন ইসরাইল ইরানের অভ্যন্তরে কিছু লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে, হত্যাকাণ্ড সংঘটিত করে তার দস্যুবৃত্তির পরিসর আরও বিস্তৃত করেছে।

তিনি বলেন , মানবতার চোখের সামনে সংঘটিত এই আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘ, আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং বহু রাষ্ট্র নীরব থেকেছে; কেউ কেউ আবার এই দস্যুবৃত্তির পক্ষে অবস্থান নিয়েছে।

তিনি আরও বলেন, নেতানিয়াহু এ অঞ্চলের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি।

সূত্র: টাইমস অব ইসরাইল

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img