শুক্রবার, মে ৯, ২০২৫

সিরিয়ায় আসাদ বাহিনীর হামলা, শিশুসহ নিহত ১১

spot_imgspot_img

সিরিয়ায় সুন্নি মুসলিম গণহত্যার খলনায়ক বাশার আল আসাদ ও তার মিত্রবাহিনীর পৃথক দুটি হামলায় দুই শিশুসহ ১১ জন মৃত্যুবরণ করেছে।

রবিবার (১৮ জুলাই) ব্রিটিশ মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানায়।

জানা যায়, সিরিয়ার ইদলিব প্রদেশের ইহসিম শহরে গত শনিবার নববিবাহিত এক আত্মীয়কে শুভেচ্ছা জানাতে জড়ো হয়েছিলেন অতিথিরা। সেখানেই কামানের গোলা নিক্ষেপ করে আসাদ বাহিনী। এতে পাঁচজন মারা যায়। নিহত পাঁচ জনের মধ্যে দুই শিশু রয়েছে।

এছাড়া একই দিনে সারজা গ্রামে রকেট হামলা চালায় স্বৈরচারী আসাদ সরকারের বাহিনী। এ হামলায় নিহত হয়েছে ছয়জন।

সূত্র : আরব নিউজ

সর্বশেষ

spot_img
spot_img
spot_img