শনিবার | ১ নভেম্বর | ২০২৫

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ স্লোভেনিয়ায় দুই ইসরাইলি মন্ত্রীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা

ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো দুই ইসরাইলি মন্ত্রীকে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ (পারসোনা নন গ্রাটা) হিসেবে ঘোষণা করেছে স্লোভেনিয়া। অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সামরিক আগ্রাসন ও চলমান গণহত্যার প্রতিবাদে এমন ঘোষণা দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৭ জুলাই) স্লোভেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী তানিয়া ফায়ন এক সরকারি বিবৃতিতে জানিয়েছেন, ‘আজকের মন্ত্রিসভার বৈঠকের পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ-কে স্লোভেনিয়ায় ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করা হবে।’ এই ঘোষণা স্লোভেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশ করা হয়। খবর আনাদোলু এজেন্সির।

পররাষ্ট্রমন্ত্রী ফায়ন আরও বলেন,‘এই সিদ্ধান্ত ইসরাইলি সরকারের ওপর চাপ প্রয়োগের একটি মাধ্যম। সেই সঙ্গে তাদের আহ্বান জানানো যে গাজ্জায় চলমান অসহনীয় পরিস্থিতির অবসান ঘটাতে হবে এবং বেসামরিক মানুষের দুর্ভোগ থামাতে হবে।’

স্লোভেনিয়ার সরকার মনে করে, গাজ্জায় ইসরাইলের এই দুই মন্ত্রীর ভূমিকা অত্যন্ত নেতিবাচক এবং মানবাধিকার লঙ্ঘনের পেছনে তাদের দায় রয়েছে।

‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা মানে হচ্ছে, সংশ্লিষ্ট ব্যক্তিকে ওই দেশে অপ্রিয়, অবাঞ্ছিত ও অনুপ্রবেশ-অযোগ্য ঘোষণা করা। এটি সাধারণত কূটনৈতিক শিষ্টাচার ভেঙে যাওয়ার প্রতিক্রিয়ায় কোনো বিদেশি কর্মকর্তার বিরুদ্ধে নেওয়া হয়, তবে এবার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হলো।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img