ইসলামপন্থীদের কঠোর আপত্তি ও উদ্বেগ উপেক্ষা করে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের একটি পূর্ণাঙ্গ মিশন স্থাপনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টার্ক সমঝোতা স্মারকে সই করেন। এর মাধ্যমে তিন বছরের জন্য এই মিশনের কার্যক্রম পরিচালনার পথ উন্মুক্ত হলো।
এর আগে, বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৩তম বৈঠকে জাতিসংঘ মিশন স্থাপনের প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের একটি মিশন স্থাপন সংক্রান্ত সমঝোতা স্মারকের খসড়ায় সরকার চূড়ান্ত সম্মতি প্রদান করেছে।
জাতিসংঘের এই মানবাধিকার মিশন স্থাপন নিয়ে দেশের ইসলামপন্থী বিভিন্ন দল ও সংগঠনগুলো শুরু থেকেই উদ্বেগ প্রকাশ করে আসছিল। তাদের মতে, এই উদ্যোগের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ বিষয়ে আন্তর্জাতিক হস্তক্ষেপের সুযোগ তৈরি হবে এবং এটি ভবিষ্যতে ইসলামপন্থী সংগঠন ও ব্যক্তিদের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট কার্যক্রমে ব্যবহৃত হতে পারে।