বুধবার | ২৯ অক্টোবর | ২০২৫

সাত দিনের মধ্যে রাহুল গান্ধীকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে: ভারতের প্রধান নির্বাচন কমিশনার

ভারতের প্রধান নির্বাচন কমিশনার গ্যানেশ কুমার বলেছেন, কংগ্রেস নেতা ও সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তার ভোট চুরির অভিযোগের প্রমাণে একটি হলফনামা জমা দিতে হবে অথবা দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। এই সিদ্ধান্তের জন্য তাকে সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছে কমিশন।

আজ রবিবার (১৭ আগস্ট) এক সাংবাদ সম্মেলনে এ কথা জানান তিন তিনি।

রাহুল গান্ধী সম্প্রতি বিহারের সাসারাম থেকে ১,৩০০ কিলোমিটারের ‘ভোটার অধিকার যাত্রা’ শুরু করেছেন। সেখান থেকেই তিনি অভিযোগ করেন, বিশেষ ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনী তালিকায় ইচ্ছাকৃতভাবে গড়মিল করা হচ্ছে। তাঁর অভিযোগ, একাধিক নামে একই ভোটার, মৃত বা অনুপস্থিত ব্যক্তির নাম তালিকায় থাকা, একই ঠিকানায় শতাধিক ভোটার, এবং নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে ফর্ম ৬ এর অপব্যবহার চলছে।

তিনি বলেন, এ সবই বিজেপিকে সুবিধা করে দিতে নির্বাচন কমিশনের ভূমিকা।

এই অভিযোগের তীব্র প্রতিবাদ করেছে কমিশন। গ্যানেশ কুমার বলেন, ‌‌‌‌‌‌হলফনামা দিতে হবে অথবা দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। তৃতীয় কোনও বিকল্প নেই।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img