দিল্লি বিস্ফোরণের ঘটনায় সন্দেহের বশে আটক মুসলিম ডাক্তারদের মুক্তি দিয়েছে ভারত।
রবিবার (১৬ নভেম্বর) মুসলিম মিররের এক প্রতিবেদনে একথা জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, দিল্লির ঐতিহাসিক লাল কেল্লার নিকটে বিস্ফোরণে জড়িত থাকার সন্দেহে আটক ৪জনকে কয়েকদিন আটক রেখে জিজ্ঞাসাবাদের পর মুক্তি দিয়েছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ, যাদের মধ্যে আল ফালাহ মুসলিম বিশ্ববিদ্যালয়ের ৩জন ডাক্তারও রয়েছেন।
সরকারি সূত্রমতে, তদন্তকারীরা বিস্ফোরণের ঘটনার সাথে তাদের জড়িত থাকার কোনো প্রমাণ না পাওয়ায়, মুক্তি দেওয়া হয়।
আটককৃত চিকিৎসকদের মুক্তি দেওয়ায় তাদের পরিবার স্বস্তি প্রকাশ করেছে। পাশাপাশি কোনও স্পষ্ট ব্যাখ্যা ছাড়াই শুধুমাত্র সন্দেহের বশে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যাওয়ায় হতাশাও প্রকাশ করেছে। অন্যান্যদের ন্যায় উদ্বেগ প্রকাশ করে শুধুমাত্র মুসলিমদের লক্ষ্যবস্তু বানানোয়।
দেশের আইন বিশেষজ্ঞরা এই ধরনের আটককে মুসলিমদের বিরুদ্ধে হিন্দুত্ববাদের একটি বৃহত্তর ধরণকে প্রতিফলিত করে বলে উল্লেখ করেছেন, যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের পেশাদার ব্যক্তিগণ প্রায়শই সন্ত্রাসবাদ সংশ্লিষ্টতার সন্দেহে কঠোরতা ও তদন্তের আওতায় পড়েন। যদিও দীর্ঘ ভোগান্তির পর তাদের জড়িত না থাকার ছাড়পত্র দেওয়া হয়।
অধিকার গোষ্ঠীগুলো তদন্তকারী সংস্থাগুলোকে ব্যক্তির সুনামের ক্ষতি এবং মানসিক যন্ত্রণা রোধে আরো সতর্কতা এবং স্বচ্ছতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।
সূত্র: মুসলিম মিরর









