বুধবার | ১২ নভেম্বর | ২০২৫

আইএসকে দমন করতে ইরাকে আরও সাড়ে তিন হাজার সেনা পাঠাচ্ছে ন্যাটো

আইএসকে দমন করতে ইরাকে আরও সাড়ে তিন হাজার সেনা পাঠাবে বলে ঘোষণা দিয়েছে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো। এ বিষয়ে জোটটির মহাসচিব জেন্স স্টোলেনবার্গ বলেন, আইএস যাতে ফিরে না আসতে পারে তা নিশ্চিত করতে আমরা ইরাকে ন্যাটোর প্রশিক্ষণ কর্মকাণ্ড বাড়াবো।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) জোটটির মহাসচিব জেন্স স্টোলেনবার্গ এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

ন্যাটো মহাসচিব বলেন, ইরাকে তাদের মোতায়েনকৃত সেনাদের সংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে ৪ হাজার করা হবে।

এছাড়াও আফগানিস্তানে ন্যাটোর সামরিক উপস্থিতির বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি জোটটির প্রতিরক্ষামন্ত্রীরা বলে জানান তিনি। এ বিষয়ে জেন্স স্টোলেনবার্গ বলেন, আমরা নিশ্চিত করতে চাই যে সেখানে দীর্ঘমেয়াদি রাজনৈতিক চুক্তি হয়েছে, যা আমাদের চলে আসার পথ উন্মুক্ত করবে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img