রবিবার, মে ১৮, ২০২৫

প্রযুক্তি ব্যবহার করে আমাদের দেশের কৃষিতে ব্যাপক পরিবর্তন এসেছে: বাণিজ্যমন্ত্রী

spot_imgspot_img

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, প্রযুক্তি ব্যবহার করে আমাদের দেশের কৃষিতে ব্যাপক পরিবর্তন এসেছে। গ্রাম থেকে শহর সব জায়গায় এ সুবিধা পৌঁছে গেছে। অনলাইন নির্ভর এ সেবায় দেশের প্রত্যন্ত অঞ্চলের একজন কৃষক বুঝতে পারেন জমিতে কতটুকু সার দিতে হবে, কখন সেচ দিতে হবে, এমনকি কি জাতীয় কীটনাশক দিতে হবে। সব প্রতিবন্ধকতা ছাপিয়ে এখন আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি।

রোববার (১৯ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সিসিএমএস সেবা উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, শুরুর দিকে অনেকেই বলেছিল ডিজিটাল বাংলাদেশ হবে না। কিন্তু আমরা বাংলাদেশকে ডিজিটাল দেশে রূপান্তর করেছি। ডিজিটাল কৃষি সেবা চালু করার পর দেশের কৃষিতে তাক লাগানোর মতো উন্নয়ন হয়েছে। চারপাশ সবুজ হয়েছে। আমাদের কৃষিপণ্য উৎপাদনে এটা একটা উদাহরণ মাত্র। ডিজিটাল সেবায় এমন অনেক কিছুই সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, একসময় ই-কমার্স নিয়ে অসংখ্য অভিযোগ এসেছে। এসব নিয়ে বিব্রত পরিস্থিতি সামলাতে হয়েছে। প্রতিদিন এসব নিয়ে সিনিয়র অফিসারদের সঙ্গে কথা বলতে হয়েছে। সিসিএমএস সেই সমস্যাগুলো নিরসন করবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, এই সিসিএমএস খুব দরকার। আমরা যেন কোনভাবেই ক্ষতিগ্রস্ত না হই। সবকিছুর যেন সুন্দরভাবে সমাধান হয় তারই পরিপ্রেক্ষিতে এই সিস্টেমটি ডেভলপ করেছে। এ কাজটির সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন তাদের সবাইকে অভিনন্দন জানাই। অনেক কষ্ট করে আজকের এই বাংলাদেশ এসেছে। প্রতিনিয়ত দেশ পরিবর্তন হচ্ছে। আজ আমরা কোনো প্রতিযোগিতায় পিছিয়ে নেই।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img