শুক্রবার | ৫ ডিসেম্বর | ২০২৫

গাজ্জা দখলের পরিকল্পনা থেকে সরে আসছেন ট্রাম্প: মিশর

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গাজ্জা উপত্যকা দখাল ও ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের পরিকল্পনা থেকে বিরত রাখতে সফল হয়েছ বলে জানিয়েছে মিশর এবং জর্ডান।

মিশরীয় এক কর্মকর্তা বলেন, আরব বিশ্বের সমর্থনে মিশর গাজ্জা নিয়ে একটি বিকল্প পরিকল্পনা তৈরির কাজ করছে। এরই মধ্যে এই পরিকল্পনা সম্পর্কে ট্রাম্পকে জানানো হয়েছে ও তিনি এতে সম্মতি দিয়েছেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইকে দেওয়া এক সাক্ষাৎকারে মিশরীয় ওই কর্মকর্তা এ কথা বলেন।

তিনি বলেন, জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর ওয়াশিংটন সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যা ট্রাম্পকে গাজ্জা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের পরিকল্পনা থেকে সরে আসতে সাহায্য করেছে। বাদশাহর সঙ্গে ট্রাম্পের রুদ্ধদ্বার বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। কায়রো ও আরব বিশ্ব ট্রাম্পের সঙ্গে জর্ডানের বাদশাহর বৈঠকটিকে প্রাথমিক বিজয় হিসেবে দেখছে।

তিনি আরও বলেন, বাদশাহ আবদুল্লাহ ট্রাম্পের সঙ্গে একান্ত বৈঠকে সতর্ক করে বলেছেন, এই পরিকল্পনা মধ্যপ্রাচ্যে ইসলামি দলগুলোকে উসকে দিতে পারে। তাতে হিতে বিপরীত হবে। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের পক্ষের সরকারগুলো টালমাটাল অবস্থায় পড়ে যেতে পারে।

মিশরের কর্মকর্তা আরও বলেন, বাদশাহ আবদুল্লাহর বক্তব্য খুব মনোযোগের সঙ্গে শোনেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় আবদুল্লাহর বৈঠকের সুফলকে আরও সামনে এগিয়ে নেওয়ার সুযোগ হাতছাড়া করতে চায়নি কায়রো। তারা আরও জীবিত ছয় ইসরাইলি জিম্মিকে মুক্ত করতে গাজ্জার ক্ষমতাশীন হামাসের সঙ্গে আলোচনা চালিয়ে যায়। এতে সাফল্যও আসে। অস্ত্রবিরতি চুক্তিকে আরও পাকাপোক্ত করতে এই জিম্মি মুক্তি বেশ কাজে আসবে বলে আশা করা হচ্ছে।

তিনি জানান, হামাস মিশরের জিম্মি মুক্তির প্রস্তাবে রাজি হয়েছে। তবে এতে তাদেরও একটি শর্ত বাস্তবায়ন হতে চলেছে। বিনিময়ে গাজ্জার পুনর্গঠনে ভারী যন্ত্রপাতি উপত্যকায় প্রবেশের অনুমতি দিয়েছে ইসরাইল। পাশাপাশি ইসরাইল গাজ্জায় ভ্রাম্যমাণ বাড়ি ঢোকারও অনুমতি দিয়েছে। এর আগে এসব ভ্রাম্যমাণ বাড়ি গাজ্জায় ঢুকতে বাধা দিয়েছিল ইসরাইল।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img