এবার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ভারতকে কড়া বার্তা দিয়েছেন। বাইডেন সরকার বলেছেন, রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা এস-৪০০ কিনলে ভারতকে নিষেধাজ্ঞায় পড়তে হবে।
মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের ভারত সফরের আগে তার কাছে এমনই নির্দেশনা দিয়েছে বলে জানা গিছে। যুক্তরাষ্ট্র যে এই চুক্তির ঘোরতর বিরোধী, লয়েডকে তা ভারত সরকারের কাছে স্পষ্ট করে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে বাইডেন প্রশাসন।
এদিকে, আজ শুক্রবার বাইডেন সরকারের প্রথম প্রতিনিধি হিসাবে ভারতে আসছেন মার্কিন প্রতিরক্ষা সচিব। ওই সফরের আগেই কার্যত হুঁশিয়ারির সুর শোনা গেল যুক্তরাষ্ট্রের মুখে। এর মধ্য দিয়ে এই প্রথম ভারতকে কড়া বার্তা দিলো বাইডেন প্রশাসন।









