ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ডি-ফ্যাক্টো প্রধানমন্ত্রী ইশাম দা-লিসকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
সোমবার (১৮ মার্চ) গাজ্জাজুড়ে ভয়াবহ বোমা হামলা চলায় ইসরাইল। এ হামলায় তিনি নিহত হোন।
ইশাম দা-লিস ছাড়াও গাজ্জার হামাস সরকারের বিচার মন্ত্রণালয়ের মহাপরিচালক আহমাদ আল-খাত্তা, স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদ আবু ওয়াতফা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রধান বাহজাত আবু সুলতান ইসরাইলি হামলায় শাহাদাত বরণ করেছেন।
ইসরাইলি বাহিনী (আইডিএফ) জানিয়েছে, হামাস সরকারের উচ্চপদস্থ এ চার নেতাকে লক্ষ্য করে হত্যা করা হয়েছে।
আইডিএফ আরও জানায়, হামাসের মধ্যম সারির কমান্ডারদেরও হামলায় লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছিল। যার উদ্দেশ্য ছিল হামাসের সামরিক ও বেসামরিক সরকারের ওপর বড় আঘাত হানা। যেন তারা গাজ্জার নিয়ন্ত্রণ হারায় এবং ইসরাইলের জন্য কোনো ধরনের হুমকি না হয়।
সূত্র: টাইমস অব ইসরাইল