সাম্প্রতিক সময়ে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তান থেকে সম্ভাব্য হুমকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এই উদ্বেগের কোনো ভিত্তি নেই বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে আফগান সরকার। জোর দিয়ে বলা হয়েছে, আফগানিস্তানের নিয়ন্ত্রণ এখন পুরোপুরি তালেবান প্রশাসনের কব্জায় রয়েছে। তাই এই ধরনের দাবি অমূলক।
মঙ্গলবার (১৮ মার্চ) রাশিয়ার প্রেসিডেন্টের উদ্বেগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন আফগানিস্তানের ডেপুটি মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত।
তিনি বলেছেন, “আফগানিস্তানের প্রতিটি অঞ্চলের নিয়ন্ত্রণ এখন পুরোপুরি তালেবান সরকারের অধীনে রয়েছে। তাই এই অঞ্চল থেকে অন্য কোন দেশের জন্য হুমকি ও বিপদ উত্থাপনের সম্ভাবনা নেই। রাশিয়ার প্রেসিডেন্টের এই ধরনের উদ্বেগ সম্পূর্ণ ভিত্তিহীন।”
ফিতরাত আরো বলেছেন, বিশেষত উত্তরাঞ্চলসহ আঞ্চলিক সকল দেশের সাথে সুসম্পর্ক চায় আফগানিস্তান। বিভিন্ন সময়ে নেওয়া সিদ্ধান্ত ও পদক্ষেপের মাধ্যমে বিষয়টি ইতিমধ্যে প্রমাণিত হয়েছে।
উল্লেখ্য, চলতি সপ্তাহে মধ্য এশিয়ার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রাহমানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলন করেছেন ভ্লাদিমির পুতিন। এসময় তিনি সতর্ক করেছেন যে, আফগানিস্তান থেকে এখনো সম্ভাব্য হুমকি ও নিরাপত্তা চ্যালেঞ্জ রয়েছে। কিছু রাজনৈতিক বিশ্লেষক বলছেন, রাশিয়ার প্রেসিডেন্টের এমন দাবির পেছনে দেশটির বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিরা দায়ী। এসব রাজনীতিকরা মনে করেন, আফগানিস্তানে এখনো সন্ত্রাসী গোষ্ঠীর উপস্থিতি রয়েছে। তবে তারা আফগান সরকারের সাথে সহযোগিতামূলক কোন সম্পর্ক স্থাপনে আগ্রহী নয়।
সূত্র: হুরিয়াত রেডিও