বুধবার | ১৭ সেপ্টেম্বর | ২০২৫

‘ইসরাইল কাপুরুষোচিত আচরণ করলে দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত হামাস’

ইসরাইল কাপুরুষোচিত আচরণ করলে দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে হামাস বলে জানিয়েছেন হামাসের মুখপাত্র ফৌজি বারহুম।

তিনি বলেন, ইহুদিবাদী শত্রুরা কাপুরুষোচিত আচরণ করলে ফিলিস্তিনি জনগণের অধিকার ও তাদের পবিত্র স্থানগুলো রক্ষায় দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে হামাস।

শুক্রবার (১৮ জুন) গাজায় এক বক্তব্যে হামাস মুখপাত্র এসব কথা বলেন।

হামাস বলেন, এটি আমাদের জাতীয়, ধর্মীয় ও নৈতিক দায়িত্ব এবং আমরা যেকোনো সে দায়িত্ব পালন করে ফিলিস্তিনি জাতির অধিকার প্রতিষ্ঠা ও আমাদের মাতৃভূমি পুনরুদ্ধার করব।

হামাস মুখপাত্র আরও বলেন, সাম্প্রতিক গাজা যুদ্ধে পরাজিত ইহুদিবাদী সেনাদের মনোবল চাঙ্গা করার লক্ষ্যে নয়া ইসরাইল সরকার গাজা উপত্যকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে। তবে যুদ্ধবিরতির মধ্যে এ ধরনের কাপুরুষোচিত হামলা চালিয়ে দখলদার সেনাদের মনোবল চাঙ্গা করা যাবে না।

প্রসঙ্গত, ইসরাইলি জঙ্গিবিমানগুলো গত বৃহস্পতিবার রাতে নতুন করে গাজা উপত্যকায় বোমাবর্ষণ করে। অথচ সাম্প্রতিক গাজা যুদ্ধের পর বর্তমানে হামাসের সঙ্গে তেল আবিবের যুদ্ধবিরতি চলছে। হামাসের মুখপাত্র ফৌজি বারহুমের মতে, বেনেত নাফতালির নেতৃত্বাধীন নয়া ইসরাইল সরকার ইহুদিবাদী সেনাদের ভেঙে পড়া মনোবল চাঙ্গা করার লক্ষ্যে নতুন করে এ হামলার নির্দেশ দিয়েছে।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img

এই বিভাগের

spot_img