আফগানিস্তানের ফারিয়াব প্রদেশের খাওয়াজ জেলা ও জাওজান প্রদেশের মারদিয়ান জেলার নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। মার্কিন মদদপুষ্ট আফগান বাহিনীর সঙ্গে দীর্ঘ ১২ ঘণ্টা লড়াইয়ের পর তারা জেলা দুটির নিয়ন্ত্রণ নেয়।
শনিবার (১৯ জুন) সকালে দেশটির স্থানীয় তোলো নিউজ জাওজান প্রদেশের প্রাদেশিক কাউন্সিলের উপ প্রধান আমরুদ্দিন দানিসবরের বরাতে এই তথ্য জানা যায়।
তিনি জানান, জেলা নিয়ন্ত্রণের সংঘর্ষে তালেবানের হাতে মার্কিন মদদপুষ্ট আফগান বাহিনীর অন্তত ১৬ সদস্য নিহত হয়েছে। এছাড়া নিরাপত্তা বাহিনীর অন্তত ১৪ জন তালেবানের হাতে বন্দি হয়েছে। তবে জাওজান নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।
এদিকে, ফারিয়াব প্রদেশের প্রদেশিক কাউন্সিলর আব্দুল আহাদ আলী বেক বলেন, শুক্রবার (১৮ জুন) রাতে তালেবান প্রদেশের খাওয়াজা জেলা কেন্দ্র দখলে নিয়েছে।
তিনি বলেন, ফারিয়াব প্রদেশে ‘গুল এখতিয়ার আরব’ নামে নিরাপত্তা বাহিনীর একজন কমান্ডার তালেবানের কাছে আত্মসমর্পণ করেন। সরকারি বাহিনীর সহায়তা না পেয়ে এই কর্মকর্তা নিরপত্তা বাহিনীর সদস্যদের নিয়ে তালেবানের কাছে আত্মসমর্পণ করেন।