সোমবার, মে ১৯, ২০২৫

বিয়ে করতে ২০০ তরুণ-তরুণীকে সাড়ে ৮ কোটি টাকা দিলেন সৌদি যুবরাজ

spot_imgspot_img

সৌদি আরবে বিয়ে করতে ২০০ তরুণ-তরুণীকে প্রায় সাড়ে আট কোটি টাকা দিয়েছেন দেশটির যুবরাজ মুহাম্মাদ বিন সালমান। এতিম এবং অক্ষম তরুণ-তরুণীদের বিশেষ পরিস্থিতিতে নিজের তহবিল থেকে এই অর্থ দেন তিনি।

সৌদি যুবরাজ দেশটিতে অর্থনৈতিক এবং সামাজিক সংস্কারের নামে তথাকথিত ‘ভিশন-২০৩০’ ঘোষণা করেছেন। বির্তকিত এ ভিশনের আওতায় দেশটিতে ইসলামের ঐতিহাসিক রীতি আজানের শব্দ শোনার সঙ্গে সঙ্গে দোকান বন্ধ করাকে বিলুপ্তি করা হয়েছে। শুধু তাই নয় সে দেশে এখন থেকে নামাজের সময়েও দোকান খোলা থাকবে। চলবে বেচা-কেনা।

বির্তকিত ‘ভিশন-২০৩০’ এর নামে অভিভাবক ছাড়া নারীদের হজের অনুমতি, নারীদের গাড়ি চালানোর অনুমতি, সিনেমা হল খুলে দেওয়ার অনুমতিও দেন সৌদি যুবরাজ।

তাই সৌদি যুবরাজকে নিয়ে মুসলিম বিশ্বে চলছে সমালোচনার ঝড়। এরই মাঝে বিয়ে করতে তরুণ-তরুণীদের এই অর্থ দানে ব্যাপক প্রশংসা কুঁড়িয়েছেন তিনি। এর আগে ২০১৯ সালে ৫২০ মিলিয়ন সৌদি রিয়াল দান করেন তিনি।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img